দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেয় ১৩টি থানার বিভিন্ন গ্রæপে ১৩ টি দল। ফাইনালে মুখোমুখি হয়ে সদর থানা ৩৫ ও ফুলবাড়ী থানা ৩৩ পয়েন্ট করে ।এতে ২ পয়েন্ট এর ব্যবধানে সদর থানা বিজয়ী হয়। প্রতিযোগিতায় শক্ত দম নিয়ে প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে নিজ ঘরে নিরাপদে ফেরা ও অপরকে ঘায়েল করার কোৗশল দেখতে ঢল নামে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ।এসময় বুদ্ধিমত্বা ও কৌশলের এ খেলা করতালির মধ্য দিয়ে উপভোগ করে উচ্ছসিত দর্শকরা ।দিনাজপুর স্পোর্টস ভিলেজ মাঠে আয়োজিত গতকাল বিকেলে এ খেলার সমাপনীতে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ অনেকে।