পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির গোয়ালপাড়া সীমান্ত এলাকা থেকে ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬) ও ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্টু রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।
বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিন ঘাগড়া বিওপির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ওই ৬ বাংলাদেশিকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার একটি দালাল চক্রকে নগদ এক লাখ টাকা দিয়ে তাদের মাধ্যমে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছে। এ ঘটনায় দালাল চক্রকে আটকের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এর মাঝে সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। একই সাথে দালাল চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।