আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিপিএল পঞ্চগড় শাখার উদ্যোগে ও ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আটোয়ারী বাজার আউটলেটের আয়োজনে গ্রাহক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাজীবন থেকে আর্থিক বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা কার্যক্রমের উপর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলে বারী সুজা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পঞ্চগড় শাখার ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় শাখার অ্যাসিস্টেন্ট অফিসার মোঃ আজাদ হোসাইন। আরও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ মনজুর আলম,ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আটোয়ারী বাজার আউটলেট শাখার ইনচার্জ মোঃ আব্দুল করিম প্রমুখ। সমাবেশে প্রায় পাঁচ শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।