“ভাষার সোপান বেয়ে স্বাধীন দেশে আসবে জেনো সাম্য-সমাজ ধেয়ে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের একত্রে একুশ উদযাপন কমিটি এর আয়োজনে অমর একুশে বইমেলা (দুই দিনব্যাপী) ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি জলিল আহমেদ।
শুক্রবার বিকেল ৪টায় বইমেলা উদ্বোধন শেষে শতবর্ষী দিনাজপুর নাট্যসমিতি গৃহে অনুষ্ঠিত আলোচনা সভায় একুশ উদযাপন কমিটির আহবায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বইমেলার উদ্বোধক কবি জলিল আহমেদ।
সঞ্চালক হারুন-উর-রশিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক।
আলোচনা শেষে অনুষ্ঠানে সংগীত আবৃত্তি নৃত্য ও নাটক পরিবেশন করেন দিনাজপুর নাট্য সমিতি, দিনাজপুর ইন্সটিটিউট, নবরূপী-দিনাজপুর, উদীচী-দিনাজপুর জেলা সংসদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-দিনাজপুর, আমাদের থিয়েটার, সুইহারী সঙ্গীত নিকেতন, মণিমেলা, ভৈরবী, কাব্যকুঞ্জ, উর্বশী সঙ্গীত শিক্ষা নিকেতন ও রক্তকরবী সংগঠনের শিল্পীবৃন্দ।
ঐদিন সকাল ৮ টায় সকল সাংস্কৃতিক সংগঠনের একত্রে একুশ উদযাপন কমিটি ২০২৫ এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে প্রভাতফেরী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।