বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।১৭ মার্চ বুধবার সকালে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যদের মধ্যে কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা মুক্তিযোাদ্ধ সাবেক কমান্ডার আব্দুস সালাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক , সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।