বিকাশ ঘোষ,বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পশুপ্রাণী ছাগলের সাথে সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলের আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, এঘটনায় আহত ১জন।
শনিবার( ৮ জুলাই -২০২৩) দুপুর ১ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া গ্রামের বিজয় দেব শর্মার ছেলে খিরত দেব শর্মা (৪৩)।
মোটরসাইকেলে থাকা একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে জজ মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে প্রয়োজনীয় কাজে বীরগঞ্জ পৌর শহরে ঢোকার মুখে কোমর রাইস মিলের সামনে ছাগলের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।