শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ৭ চোরাই গরু উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচরী গ্রাম থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করেছে।

স্থানীয় রেজাউলের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার বিকালে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো.জাকারিয়া মন্ডল জানান, বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী থানার এসআই রতন ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পিতাইচরী গ্রামে অভিযান চালায়।

পুলিশের অভিযানে রেজাউলের বাড়ি থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুগুলি থানার হেফাজতে রয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় রেজাউল পালিয়ে যায়। গরুগুলি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে পিতাইচরী গ্রামে আব্দুল গফুরের ছেলে রেজাউলের বাড়ীতে লুকিয়ে রেখেছিল।

স্থানীয়দের ধারণা, রেজাউলের এ চক্রটি মূলত এ চোরাই গরুগুলো জবাই করে মাংস অন্যত্র নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, গত ৩০ অক্টোবর বুধবার রাতে উপজেলার বেউড়ঝাড়ী গ্রামের মৃত বিশ্বেসর পালের ছেলে কলি পালের গরু চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে এ সাত গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি শুভসংঘের সাধারণ জ্ঞান পাঠের আসর

ঠাকুরগাঁওয়ে সুগারমিল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ঠ এনএসবি টিউবেকটমি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা

দিনাজপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বঙ্গবন্ধু শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন–হুইপ ইকবালুর রহিম

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ নিরোধে করনীয় শীর্ষক দিনাজপুরে সংস্থার সচেতনতামুলক সভা

কবিতার ছন্দে-ছন্দে আনন্দমূখর পরিবেশে কবিদের মিলন মেলা পালিত হলো কবি নীরঞ্জন হীরার জন্মবার্ষিকী

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি -মজাহারুল হক প্রধান এমপি

খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন চৌধুরী

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র মুরাদ হত্যার ঘটনায় এক যুবক আটক