মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের শেখপুরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, দিনাজপুরের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ঠ এনএসভি ও টিউবেকটমি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা রাব্বি। লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর দিনাজপুরের এমওডিসি ডাঃ নাহিদ প্লাবন। সন্তুষ্ঠ এনএসভি ও টিউবেকটমি গ্রহীতাদের নিয়ে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক (সিসি) ও ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ রেজাউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কাশী কুমার দাস ও শেখপুরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এফডাবিøউডি মাকসুদা খাতুন। বক্তারা বলেন, শতভাগ পরিকল্পিত পরিবার গঠনে দম্পত্তিদের স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহণের বিকল্প নেই। পরিবার পরিকল্পনা দপ্তর ৭টি পদ্ধতি নিয়ে কাজ করছে। জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে স্থায়ী পদ্ধতির মধ্যে ২টি রয়েছে এনএসভি, টিউবেকটমি। দীর্ঘ মেয়াদী পদ্ধতি ২টি রয়েছে। তা হলো আইইউডি-ইমপ্লান্ট। আসুন স্বামী-স্ত্রীর মতামতের ভিত্তিতে পরিকল্পিত পরিবার গঠন করতে পরিবার পরিকল্পনা দপ্তরের নিরাপদ পদ্ধতিগুলো ব্যবহার করি এবং সুখের সংসার গড়ি। এছাড়া স্বল্প মেয়াদী পদ্ধতি হলো ৩টি। তা হলো বড়ি, কন্টম ও ইনজেকশন। মুক্ত আলোচনায় অংশ নেন সেবা গ্রহীতা আনিসুর রহমান, সুফিয়া বেগম, ইউপি সদস্যা মোছাঃ সিফালী বেগম।