বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মহানাম যজ্ঞানুষ্ঠানের কমিটির নেতৃবৃন্দদের সাথে নবনির্বাচিত মেয়র এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ ২১ মঙ্গলবার বিকালে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মহানাম যজ্ঞানুষ্ঠান (কেন্দ্রীয় হরিবাসর) কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ দেবোত্তর ট্রাষ্টের সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল চন্দ্র দাস,বীর-মুক্তিযোদ্ধা হরি প্রসাদ রায়, বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বনমালী রায়, মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি, বাবু গিরিজা নাথ দাস, সাধারণ সম্পাদক নিপেন্দ্র নাথ রায়,গোবিন্দ সাহা,ভবেশ চন্দ্র রায় প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির নেতৃবৃন্দ নানা সমস্যা কথা তুলে ধরেন।