সোমবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র জনতা’র উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র জনতা রতন কুমার বর্মন, মোঃ রাকিব, লামিয়া আক্তার, কিশোর রায়, শ্রী রতন কুমার রায়, জিহাদ ইসলাম, অজয় শর্মা, তানিম ইসলাম, রতন চন্দ্র রায়, অর্জুন রায় ও মোঃ রকিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫আগস্ট পরবর্তী সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের বাড়ি-ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলা অন্যতম। সেই সময় নিয়োগপ্রাপ্ত রণজিত কুমার রায় ঠাকুরগাঁও জেলার কোন সনাতনী সম্প্রদায়ের পাশে ছিলেন না এবং তার নিজ নির্বাচনী এলাকার ভাবনাগঞ্জ দূর্গামন্দির ও সতীরঘাট শ্মশান ককালি মন্দির ভাংচুরের ঘটনায় তিনি কোন খোঁজ-খবর নিতে আসেননি বা কোন প্রতিবাদও করেননি। সুতরাং তিনি কিভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হয়ে হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও সনাতন ধর্মের সুরক্ষায় কাজ করবেন ? তাই হিন্দু ধর্র্মীয় কল্যাণ ট্রাস্টের চলতি মাসের ৩নভেম্বর নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি।