রেজিস্ট্রেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির বেআইনি সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
রোববার সকালে শহরের জোড়া বীজ সংলগ্ন সদর উপজেলা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৬১০/০৯) প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক অটোরিকশা ও ভ্যানচালক অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়, রেজিষ্টেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি বাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির অস্থায়ী কার্যালয় শহরের হাউজিং কমপ্লেক্সে দীর্ঘদিন থেকে কার্যক্রম চলমান রেখেছে। অটোরিক্সা শ্রমিকদের উপর বে-আইনী ভাবে জোর পূর্বক সদস্যভুক্ত করা ও চাঁদা-৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা জোর পূর্বক আদায় করায় শ্রমিকদের অসন্তোষ দেখা দিয়েছে। এই সংগঠন গত ৫ আগষ্টে হত্যার সাথে সরাসরি সংযুক্ত। বিধায় অটো রিক্সা শ্রমিক ইউনিয়নগনের পক্ষ হইতে অতিবিলম্বে এই সংগঠনের সকল সংগঠনিক কার্যক্রম বন্ধ করা জন্য দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো: নয়ন,কোষাধক্ষ্য হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক জুয়েল,প্রচার সম্পাদক আরমান, শ্রমিক প্রতিনিধি মুক্তি ইমানুয়েল সরকার, মোঃ জাহিদ হাসান, এস কে এম মোহাম্মদ মিজানুর রহমান,রফিক,২নং সড়ক সম্পাদক রফিকুল, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাসেম, রুপম মোড় শাখার সভাপতি লিয়াকত, চাউলিয়া পট্টির শাখার সাধারণ সম্পাদক আরমান, খানপুর শাখার সহ-সভাপতি মিজানুর রহমান, শেরশাহ মোড় শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় বাবু,আরমান, সাজ্জাদ হোসেন, আবুল, সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।