কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর’২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন , সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি প্রমুখ। সভায় দিবস দুটির যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নানা ধরনের কর্মসূচী গৃহীত হয়।