কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি:কাহারোলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃরফিকুল ইসলাম মতবিনিময় করেন। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর”২৪) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃআমিনুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃরফিকুল ইসলাম। মতবিনিময় সভায় এই সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ,উপজেলা প্রকৌশী মোঃফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃরাজুল ইসলাম,কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃরুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার মোঃসারওয়ার মুর্শেদ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।মতবিনিময় সভার পূর্বে ও পরে জেলা প্রশাসক উপজেলা ভ‚মি অফিস পরিদর্শন ও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।