“কন্যা শিশুর বিয়ে নয়-করবে তারা বিশ^ জয়” এই শ্লোগানকে সামনে রেখে ২০ নভেম্বর রবিবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে নেদারল্যান্ডস মিনিস্টারী অফ ফরেন এ্যাফেয়ার্স আন্ডার নাফিক ওরেঞ্জ নলেজ প্রোগ্রামের সহযোগিতায় সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় জীবনের গল্প বলা ও ছবি আঁকার মাধ্যমে জীবনমান দক্ষতা ও নিজেদের পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের বিভাগীয় চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রমানা বেগম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাওছার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও কনসালটেন্ট ফয়েজ উদ্দিন আহমেদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাফিক প্রকল্পের ট্রেইনার রওনক আরা হক নিপা। জীবনের গল্প নিয়ে আলোচনা করেন চেঞ্জ মেকার হিমাংশু রায় হিমু, বিবাহিত কিশোরীর স্বামী মোঃ লোকমান, বিবাহিত কিশোরী সুইটি আক্তার, বিবাহিক কিশোরীর স্বামী রাজ কুমার, বিবাহিক কিশোরী ইসমে রুবু বর্ষা, বিবাহিত কিশোরীর স্বামী দিপংকর বর্মন, শ^াশুরী নন্দবালা, শরিফা বেগম, শরিফ হোসেন, শিতিকা রানী রায়, খাদেজা খাতুন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার শামসুন্নাহার। বক্তারা বলেন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, পারিবারিক নির্যাতন থেকে বেরিয়ে আসতে হবে নারীদের। এর জন্য প্রতিটি কিশোর-কিশোরী, তরুন-তরুনী চেঞ্জ মেকারদের জীবনের পরিবর্তন আনতে পল্লীশ্রী তাদের প্রশিক্ষণ দিয়ে জীবন মান দক্ষ করে গড়ে তুলছে। জীবনের স্বপ্নগুলোকে কাজে লাগাতে পারলে তারা সামনে এগিয়ে যাবে।