বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৯, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে কাহারোল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন গতকাল ২৭ নভেম্বর’২৩ সকাল ১১ টায় কাহারোল সিডিএ এর সঞ্চালনায় কাহারোল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ভূমিহীনরা মত বিনিময়ে মিলিত হন। ভূমিহীনরা তাদের বক্তবে জানিয়েছেন কাহারোল উপজেলায় ৭২টি সংগঠন নিয়ে কাহারোল উপজেলা ভূমিহীন জনসংগঠন পরিচালিত হয়ে আসছে এর অধিকাংশ সদস্য ভূমিহীন। কাহারোল উপজেলায় সরকারের পক্ষথেকে ভূমিহীন নেই বলা হলেও বাস্তবে এখনও অনেক ভূমিহীন রয়েছে, যাদের ঘর বাড়ি নেই। ভূমিহীনদের দাবী নতুন করে আবেদন নিয়ে তাদের নামে ঘর বন্দোবস্ত করে সরকারী খাস জায়গায় বসবাস করার দাবী জানান, এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভূমিহীন জনসংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের অনেক খাস আবাদী জমি রয়েছে যা বিভিন্ন নামে বেনামে ও অবৈধ দখলে রয়েছে। যা ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দিলে দেশের খাদ্য চাহিদা মেটাতে ভূমিহীনরা বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ৭২টি ভূমিহীন জনসংগঠনের মধ্যে ১৫টি ভূমিহীন জন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন, এর মধ্যে সাদুলাপুর, পৌরিয়া, কাঠনা, মোহাম্মদপুর, কামোর, নিজিয়া, নালাপুর, ঈশানপুর, রসুলপুর, গড়নুরপুর, চকমহরম, তরলা, মালগ্রাম, হাসুয়া ও পূর্বপল্লিকপুর। মতবিনিময় কালে বক্তব্য রাখেন কাহারোল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ সকল সাংবাদিক গন এবং কামোর জনসংগঠনের মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিডিএ এর আঞ্চলিক সমন্বয়কারী অঞ্চল-০১০১(বীরগঞ্জ কাহারোল) সন্তোষ রায়, মোঃ পয়গাম আলী গ্রাম সহায়ক সিডিএ গড়েয়া ইউনিয়। কাটনা ভূমিহীন জনসংগঠনের কমলা কান্ত রায়, গড়নরপুরের মোছাঃ সালেহা বেগম, হাসুয়ার মোঃ বাবলু, রসুলপরের মেনকা রানী রায়, পৌরিয়ার মেঃ আবুল হোসেন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিডিএ এর গ্রাম সহায়ক মোছাঃ রুবিনা খাতুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে রাজদেবোত্তোর এস্টেটের পক্ষ থেকে ডিআইজি’কে সংবর্ধনা

খানসামায় মাদরাসা ছাত্রকে অপহরণ মুক্তিপণ দাবি

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাট পরিদর্শন

রাণীশংকৈলে ৭৫ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী আটক !

হরিপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের কিশোর রিয়নের সাড়া জাগানো উদ্ভাবন : “এ,আই চ্যাট বোট”

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে