শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২০, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনা বাস্তবায়নে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টায় কবিরাজহাট বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করে ইউনিয়ন জামায়াত।

কর্মী ও সুধী সমাবেশে ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান পান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি এবং বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাবেক আমির জনাব মাওলানা মোঃ শহিদুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য ও সহকারি সেক্রেটারি মোঃ কে এম দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান মাওলানা শহিদুল ইসলাম খোকন তার বক্তব্যে বলেন, একমাত্র কুরআনের আইন বাস্তবায়ন হলেই সমাজে ও দেশে শান্তি ফিরে আসবে।হাদিস ও কুরআন স্টাডি করতে হবে বেশি করে, কুরআনের জ্ঞান অর্জন করতে হবে আমাদের সবাইকে।সমাজ পরিবর্তনের ইসলামের অনুসরণ করতে হবে। সভ্যাতা গড়ার মুল হাতিয়ার হচ্ছে কুরআন ও ইসলামী নিয়মনীতি।মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে,মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ইসলামিক নিয়মনীতি বাস্তবায়ন হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দ্রবমুল্যের দাম সহনীয় করতে হবে যাতে করে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে খুব সহজে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে আমাদের অর্থ ব্যয় করতে হবে। সর্বপরি জান ও মাল দিয়ে ইসলামী আন্দোলনে আঞ্জাম দিতে হবে আমাদের সবাইকে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান বলেন, একমাত্র কুরআনই দিতে পারে মানুষের ন্যায্য অধিকার,তাই সমাজে কুরআনের আইন বাস্তবায়ন করতে হবে, সমাজ ও দেশ পরিবর্তনে আমাদের মুখ্য ভুমিকা পালন করতে হবে। কর্মীর মান উন্নয়নে পড়াশুনা বাড়াইতে হবে এবং ইসলামী আনদোলনে মন উজার করে দান করতে হবে।আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজের জান ও মাল দিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত