তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তেঁতুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেশব্যাপি কেন্দ্রীয় বিএনপির দেয়া কর্মসূচির আলোকে এই কর্মসূচি পালন উপজেলা বিএনপির তেঁতুলিয়া নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা বাজারে এসে শেষ হয়। বিক্ষোভে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, ওলামা দল, তাতীদল সহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির আহাবায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ন আহŸায়ক হামিদুল হাসান লাবু, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্র দলের আহŸায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ ।
চাল, ডাল, তেল , গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জোরালো বক্তব্য রাখেন। অচিরেই নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম না কমালে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। #