দিনাজপুরে ১ মাস মেয়াদি হস্তশিল্প ও পাটজাতপণ্য বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার করিমুল্লাপুর জুট ওয়ার্ল্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ রওনুকুল ইসলাম, জুট ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী শিউলি আক্তার, মাহাবুব আহমেদ, আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের সাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ বিষয়। একটি হাত দিয়ে যেমন স্বাভাবিক ভাবে সব কাজ করা সম্ভব নয়। তেমনি নারী শক্তি ছাড়া দেশের পুরোপুরি উন্নয়ন সম্ভব নয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নারীদের সাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে থাকে। আমাদের উচিত চাকরির পিছনে সবসময় না ছুটে এসব প্রশিক্ষণ গ্রহণ করে নিজেই উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়া। জুট ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী শিউলি আক্তার গ্রামে থেকেও অনেক চরাই উৎরাই পেরিয়ে নিজে কিছু করেছেন। এ ধরনের যারা প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্ত হতে চান যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় তাদের পাশে থাকে। এছাড়াও পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটজাতদ্রব্য ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।