বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৯, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ, আধুনিক যাত্রী ছাউনিসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন হিলির মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা।
বুধবার সকালে এ কর্মসূচি পালন করার সময় দেড় ঘণ্টা ধরে হিলি রেলওয়ে স্টেশনে খুলনাগামী রকেট ট্রেন আটকে রাখা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।
এ কারণে বুধবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় স্টেশনে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তা ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ও রেলওয়ে পাকশীর বাণিজ্য কর্মকর্তা এ কে এম নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা লিযাকত আলী বলেন, এক সময় যে স্টেশনে ট্রেনের ইঞ্জিন কিংবা বগি পরিবর্তন করা হতো। কালের বিবর্তনে সেই স্টেশন আজ যেন মুখ থুবড়ে পড়ে আছে। অথচ এই স্টেশন লাগোয়া রয়েছে একটি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর।
তিনি আরও বলেন, প্রতিদিন হাজারো মানুষ দুই দেশে যাতায়াত করে। অন্যদিকে বন্দরে আসা ভারত থেকে নানা পণ্য। আর এসব কারণেই যেনো গুরুত্ব বাড়ে হিলি রেলওয়ে স্টেশনের। তবে অজানা কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে স্টেশনের কার্যক্রম, এতে ভোগান্তি বেড়েছে।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন, রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ কাউকে বলে কোনো সমাধান আজও হযনি। তারপরে রেলস্টেশন আছে অথচ ট্রেন থামে না দুর্ভাগ্য আমাদের। প্রতিদিন ১৪ জোডা অর্থাৎ ২৮টি ট্রেন চলাচল করে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে যদি ট্রেন না থামে আবারও আন্দোলন করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একে এম নুরুল আলম বলেন, রেলওয়ে পাকশী ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি হিলিতে এসেছেন আন্দোলনকারীর বিষয জানতে চেয়েছেন এবং তাদের কি কি দাবি আছে সেটা লিখিত আকারে তাদের দেযার জন্য তিনি বলেছেন। লিখিত পাবার পরই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পুলিশ কর্মকর্তা কাইয়ুমের উদ্যোগে খানসামায় ৫৫০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বঙ্গবন্ধু কন্যা যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছেন ও থাকবেন -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে ‘‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি ” এতে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা– নষ্ট হচ্ছে যুবসমাজ !

শেখ হাসিনা অগ্রপথিক হিসেবে দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে অতি দরিদ্রের কর্মসংস্থান বাস্তবায়নে ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন

ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন দিনাজপুর কেন্দ্রের আয়োজনে বিদায় ও বরণ

ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের নতুন কমিটি সভাপতি জয় মহন্ত ও সাধারণ সম্পাদক পরিতোষ

ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে