বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ ই জানয়ারি ২০২৫) বিকেলে বীরগঞ্জ উপজেলা চত্বরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করেন। সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম আজাদ,উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামর আফসানা হক, বরেন্দ্রের সহকারী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।