বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ (“গেøাবাল কনক্লেভ অন ক্লাইমেট চেঞ্জ”) প্রতিযোগিতায় চার দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল্লাহ আল আবিদ। সে পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক সোলায়মান মন্ডল ও আয়েশা সিদ্দিকা দম্পতির ছোট ছেলে। আব্দুল্লাহ আল আবিদ সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ইংলিশ ভার্সনের শিক্ষার্থী। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানাগেছে, গত ৩১ ডিসেম্বর নেপালের কাঠমন্ডু শহরের পোখরায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে তাকে চ্যাম্পিয়ন ঘোষনা করে মেডেল পরিয়ে দেন যুক্তরাষ্ট্রের রক হিল উইনথ্রপ ইউনিভার্সিটির প্রফেসর ডাঃ মার্শাল জি জোন্স। সম্মেলনে ভারত, বাংলাদেশ, জিয়তগ্রাম ও নেপালসহ চার দেশের মধ্যে বাংলাদেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং নীতিনির্ধারকরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন।
এর আগে গত আক্টোবর মাসে দেশে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম, এরপর বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম এবং সর্বশেষে ঢাকা ইউনাইটেড বিশ^্যবিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার লাভ করে আবিদ। পরে নেপালের পোখরায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মনোনিত হয়। সেখানে চার দেশের মধ্যে বাংলাদেশের ৩০০জন অংশগ্রহনকরাী শিক্ষার্থীর মধ্যে তাকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।
শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবিদ বলেন, আমার বাবা মা’র জন্যই আমার এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। তাদের উৎসাহ এবং সহযোগিতার জন্য আমি এই সফলতা অর্জন করতে পেরেছি। আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি সে জন্য জন্য সবার দোয়া চাই।
আব্দুল্লাহ আল আবিদ এর বাবা সোলায়মান মন্ডল বলেন, আমাদের তিনটি সন্তান, দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট আবিদ, সে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ইংলিশ ভার্সনে পড়ে, সামনে এসএসসি পরীক্ষা দেবে। বড় মেয়ে রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটি ইংলিশে থার্ড ইয়ারে লেখাপড়া করে, ছোট মেয়ে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ২০২২ এবং এইচএসসি ২০২৪ জিপিএ ফাইভ নিয়ে ইংলিশ ভার্সনে এবারে পাস করেছে, সে বর্তমানে মেডিকেলে কোচিং করছে। সন্তানদের সুশিক্ষিত করে মানুষ করাই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন। আবিদের এই আর্জনে আমরা আনেক খুশি এবং গর্বিত। সবার কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া চাই, তারা যেন মানুষেরমত মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে’ তথ্য আপার উঠান বৈঠক!

পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন —

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

ঠাকুরগাঁওয়ে নৈশ্য প্রহরী অবরুদ্ধ: বিদ্যালয়ে আগুন দিয়ে লুটপাটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পূর্বের শত্রুতার জের কে কেন্দ্র করে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে ——- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

কাহারাল দিন দিন জনপ্রিয় হয় উঠছ পাকা দমনর আলাক ফাঁদ

বীরগঞ্জ ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়