পীরগঞ্জ প্রতিনিধি ঃ দীর্ঘদিন পর পীরগঞ্জে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বেশ কিছুদিন বিরতির পর আবারো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে দেখা দিয়েছে করোনাভাইরাস। জানা গেছে গত ১৮ মার্চ করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিল। সেই নমুনা পরীক্ষার ফলাফলে আজ ২২ মার্চ একজনের শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার রাতে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে আক্রান্ত ব্যক্তি পীরগঞ্জ পূবালী ব্যাংকের স্টাফ। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। পীরগঞ্জ পূবালী ব্যাংকের ব্যবস্থাপক জাহিদ জানান আক্রান্ত সাইফুল বর্তমানে সুস্থ আছেন ।
পীরগঞ্জে এ পর্যন্ত ১৪১ জন আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫ জন, মৃত্যুবরণ করেন পাঁচজন, বর্তমানে চিকিৎসাধীন একজন।
অপরদিকে সারা দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৮০৯
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।
করোনাভাইরাস নিয়ে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১৫৯ জন। ওই ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ২৫ হাজার ১১১ জনের।
এর আগে রবিবার দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া সেদিন আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন।