দিনাজপুর জেলা মোটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির বীরগঞ্জ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দুপুরে স্থানীয় একটি প্রাইমারি স্কুল কক্ষে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির ঘোষণা হয় ।
নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ মমিনুল ইসলাম,সহ-সভাপতি,আব্দুল জলিল, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়, অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক অশোক কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি বাবুল হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। প্রচার সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় এসময় জেলা কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।