বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে —————————-হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২১, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি মানবিক, কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার মহতি উদ্যোগ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। এই মানবিক এবং কল্যাণকর কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে ঠিকানাবিহীন, আশ্রয়হীন এবং গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করতে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবায়ন হচ্ছে। সকল ষড়যন্ত্র ও বাঁধা কাটিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সাহসী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হুইপ বলেন, একমাত্র শেখ হাসিনাই পারে এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। দেশের উন্নয়ন শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ২৬ হাজার ২২৯টি জমিসহ বাড়ী বিতরনের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ ও জমির কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

জেলা শিল্পকলাা একাডেমী অডিটোরিয়ামে বাড়ী ও জমির কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী ওসি মোঃ তানভিরুল ইসলাম প্রমুখ।
এদিকে, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, দিনাজপুর জেলায় তৃতীয় পর্যায়ে এবার ২৭২৯টি পরিবারের মধ্যে অবশিষ্ট ৮৭৩টি পরিবারকে জমিসহ নতুন ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে দিনাজপুর সদরে ১৫০জনকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ ও জমি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে- মনোরঞ্জন শীল গোপাল এমপি

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশী উদ্ধার

পঞ্চগড়ে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা তক্ষক, অবমুক্ত করা হল বন বিভাগে

রাণীশংকৈলে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন কার্য়নির্বাহী কমিটি ঘোষণা সভাপতি নুরুল, সম্পাদক মামুন

পীরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি এসএসসি পরীক্ষার্থী সহ ৪ খেলোয়াড় আহত

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক