সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে -পঞ্চগড়ে সারজিস আলম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চলমান সময়ে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্টকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব খুটির উপর দাড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ও বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায় বলে তিনি মন্তব্য করেছেন। আমরা মনে করি এই গুজব গুলোকে পাত্তা দিলে, আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়্যুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যেমকর্মীদের এসব কথা বলেন।
সারজিস বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গত ৫ আগস্টে প্রমাণ করে দিয়েছেন যে তারা ছাগলের উত্তরসূরী। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেগবান। এ দেশের মানুষ তাদের পাত্তা দেয় না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্প্রিটকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। এর আগে কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়্যুথ সামিট প্রোগ্রাম অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, স্বপ্ন পূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না বক্তব্য রাখেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়্যুথ সামিট প্রোগ্রামের উদ্বোধন করেন সারজিস।
এর আগে স্কিল ডেভেলপমেন্ট ইয়্যুথ সামিট প্রোগ্রামে সারজিস আলম তার বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়ার সামনের সারিতেও থাকবে মেয়েরা এবং মেয়ে-ছেলে যাই বলিনা কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সকলের পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে।
এদিকে সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে পুলিশ। পুলিশের ভয় কেটে যাবে। পুলিশ যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেস্টা করছে সরকার। একই সাথে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে। সেই সাথে পুলিশ বাহিনী পূর্নগঠনের কাজ চলছে বলেও জানান তিনি।
এ সময় পঞ্চগড়ে জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামির নেতা নাজিম উদ্দিনসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মুখর সর্বত্র

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতকটি

বীরগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

রাণীশংকৈল ডিগ্রী কলেজের ৫০ বছর – প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকায় একজনের মৃত্যু

দিনাজপুরে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদা করার মেশিন

রুহিয়ায় শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চলতি বছর প্রাথমিকের সব পরীক্ষা বাতিল