মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে সাংবাদিক হাফিজুল ইসলামের ইন্তেকাল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
পীরগঞ্জে সাংবাদিক হাফিজুল ইসলামের ইন্তেকাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ দৈনিক সংগ্রাম পত্রিকার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সংবাদদাতা, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি হাফিজুল ইসলাম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিঃসন্তান এই সাংবাদিক মৃত্যুকালে স্ত্রী সহ অসংখ্য গুরগ্রহী রেখে গেছেন। রাত সোয়া ৯ টায় পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে জানাযা শেষে তাকে পীরডাঙ্গী গোরস্তানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান, হাফিজউদ্দীন আহমেদ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, সেক্রেটারী বাবুল আহম্মেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সভাপতি খালেককুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাবেক বাধন সহ উপজেলার সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও