বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বীরগঞ্জ প্রেসক্লাবও সুশীল সমাজ সহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নবাগত ইউএনও তানভীর আহমেদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৃথক পৃথকভাবে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত ইউএনও কামরুজ্জামান সরকারের কাছ থেকে নবাগত ইউএনও তানভীর আহমেদ দায়িত্ব বুঝে নেন।
জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা তানভীর আহমেদ ৩৫ তম বিসিএস ক্যাডার।
এখানে ইউএনও হিসেবে যোগদানের আগে কুড়িগ্রাম চর রাজিবপুর ইউএনও হিসেবে দায়িত্বরত ছিলেন।
সার্বিক উন্নয়ন ও ভাল কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।