বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী শিশু সুরক্ষা পরিবেক্ষন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। (১৭ নভেম্বর) মঙ্গলবার পৌরসভার শালবন কমিউনিটি সেন্টারে এপি বাংলাদেশ বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে শিশু সুরক্ষা পরিবেক্ষন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় শিশু সুরক্ষা, শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ বন্ধ, শিশু অধিকার ও শিশু অধিকারের নীতিমালা পর্যবেক্ষণে চাইল্ড ফোরামের ভূমিকা সমন্ধে ব্যাপক আলোচনা শেষে চাইল্ড ফোরামের বাৎসরিক পরিকল্পনা তৈরি এবং বাৎসরিক শিশু পরিবেক্ষন পরিকল্পনা তৈরি করা হয়। দিনভর এই কর্মশালা পরিচালনা করেন চাইল্ড ফোরামের সভাপতি মোঃ নুর নবী ইসলাম। এসময় বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পন্সরশীপ এবং চাইল্ড প্রোটেকশান অফিসার রাইমন্ড হাসদা,স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার সানজিদা খানম ও চাইল্ড ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।