বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম সাহেবদের ভূমিকা শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার এবং আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজলে ইবনে কাউছার আলী, ইসলামিক ফাউন্ডেশন এর অফিসার আব্দুল আজিজসহ আরও অনেকে।