ষ্টাফ রিপোটার ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার সকালে হোপ বাংলাদেশ নামে একটি বে-সরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে নিয়ামতপুর এডিপি কার্যালয় প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্থ, অসহায়, দুস্থ্য ও অতি দরিদ্র ৭’শ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতা মূলক ক্যাম্পেইন ও লিফলেট বিরতরণ এবং কর্মহীনদের কর্মসংস্থান সহায়তা প্রদান করা হয়েছে। এ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার কো-অপারেটিভ চেয়ারম্যান বিষ্ণপদ রায়। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক। বক্তব্য দেন, সংস্থার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিয়ং ইয়ুব লি (কোরিয়া), এডুকেশন ডিরেক্টর হেসিক পার্ক (কোরিয়া), সৈয়দপুর ইউ’পি চেয়ারম্যান একরামুল হক প্রমূখ। এ সময় সংস্থার কো-অর্ডিনেটর অনিল সিংহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলম, ইউ’পি সদস্য গাজিউর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সংস্থার ম্যানেজার বিশ্বনাথ রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।