মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জের ইংলিশ ম্যান খ্যাত ট্র্যাক্টর চালক হৃদয়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৮, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ অনর্গল ইংরেজিতে কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের সুধীর চন্দ্র রায় ও রাধা রানী রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায়।
ইংরেজি কথা বলায় এলাকার মানুষের কাছে ও নেট দুনিয়ায় এখন ‘ইংলিশ ম্যান’ নামে পরিচিতি পেয়েছে। বিদেশি ভাষায় সাবলীলভাবে কথা বলে সোশ্যাল মিডিয়ায় বøগ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের কাছে। বিস্ময় জাগিয়েছেন নিজের গ্রামের মানুষদেরও। হৃদয় রায়ের পড়ালেখার সৌভাগ্য হয়নি নামিদামি কোন স্কুল বা কলেজে। প্রাতিষ্ঠানিকভাবে নেই কোনো প্রশিক্ষণও। তারপরও সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন ইংলিশ ম্যান হৃদয়।
ফেসবুক আর ইউটিউবের কল্যাণে দিনাজপুরের বোচাগঞ্জের এই তরুণ এখন আন্তর্জাতিক প্ল্যাটফরমে। সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন তিনি। টাকার অভাবের পর আর পড়ালেখা করা হয়নি হৃদয় চন্দ্র রায়ের। নিজের ট্রাকে ও এলাকার লোকের সঙ্গে কাজ করতে করতে ইংরেজিতে কথা বলার পারদর্শিতা ও সোশ্যাল নেটওয়ার্কে ইংরেজিতে কনটেন্ট বানিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছেন তিনি।
হৃদয় চন্দ্র রায় বলেন, আমার ছোট থেকেই ইচ্ছা ছিল ইংরেজিতে কথা বলার। তখন থেকেই আমি ইংরেজি চর্চা শুরু করি এবং যেখানেই যাই সেখানে সবার সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। হৃদয় আরও বলেন, আমি ফেসবুকে একদিন দেখি একটা মেয়ে ইংরেজিতে কনটেন্ট বানাচ্ছে। তাকে দেখে আমিও ২০২৫সালের শুরু থেকে ইংরেজিতে কনটেন্ট তৈরি করি এবং ভালো সারা পাই।বর্তমানে আমি ৭০জনকে অনলাইনে ইংরেজিতে কথা বলা শিখানোর চেষ্টা করেছি।
সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অনিক রায় বলেন, হৃদয় দাদার ভিডিও ফেসবুকে প্রতিদিন দেখি। দাদার মধ্যে অনেক প্রতিভা আছে। দাদার ভিডিও দেখে আমিও ইংরেজি শেখার চেষ্টা করি।
বাতাসন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সনাতন রায় বলেন, হৃদয় ভাইয়ের ইংরেজি বক্তা হয়ে উঠা দেখে আমিও অনুপ্রাণিত হচ্ছি। আমিও ভাইয়ের মতো হতে চাই। এজন্য হৃদয় ভাইয়ের ভিডিও দেখে ইংরেজি চর্চা করছি। আশা করি হৃদয় চন্দ্র রায়, দিনাজপুর জেলার গরীবের ইংলিশ ম্যান হয়ে আরো ইংলিশ ম্যান তৈরি করুক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাছের সঙ্গে ধাক্কায় কাহারোলে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগান করে লাখ টাকা আয়,সফল হয়েছেন – পারভেজ

কাহারোলে বোরো ধানের বীজ বোপন ও বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

রাণীশংকৈলে গণতন্ত্র বিজয় দিবসে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

বিরলে শালবনের শালগাছ কাটার অপরাধে যুবক আটক

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

পীরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচিতদের সংবর্ধনা

হাবিপ্রবির লাইব্রেরির তৃতীয় তলায় এসি স্থাপন কার্যক্রম উদ্বোধন

দিনাজপুরে কাবাডি লীগ শুরু, ১৭টি ক্লাবের অংশগ্রহণ

বাংলাদেশে প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত