শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে শীত কম, রবিশস্যের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
দিনাজপুরে শীত কম, রবিশস্যের  উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

অন্যান্য বছরের চেয়ে এবার দিনাজপুরে শীত কম। ডিসেম্বর মাসে যে পরিমাণ শীত পড়ে এবার তার ব্যতিক্রম। রাতে একটু শীত অনুভূত হলেও দিনে চড়া রোদের কারণে বোঝাই যায় না ঋতুচক্রে শীতকাল চলছে। এতে শীত কম পড়ায় রবিশস্য উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে শীতের দাপট না থাকায় কমে গেছে গরম কাপড়ের বেচাকেনা।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ২০২১সালে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসে। ২০২২ সালে একই সময় তাপমাত্রা ছিল ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলতি ডিসেম্বরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। তবে শেষ দশকে তাপমাত্রা বেড়ে গেছে। ২৩ ডিসেম্বর ১৪.৬, ২৪ ডিসেম্বর ১৩.৪ ও ২৫ ডিসেম্বর ১৪ এবং ২৯ ডিসেম্বর ১৩ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। শীত নির্দিষ্ট সময়ের পরে আসছে। এবার আবহাওয়ার বড় তিনটি পরিবর্তন দেখা গেছে। আর তা হচ্ছে দেরিতে শীত আসা, শীতের শুরুতেই বৃষ্টি হওয়া এবং রাতে শীত বেশি ও দিনে গরম।
দিনাজপুরের রাজবাড়ী এলাকার মুসল্লি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকরাম হুসাইন বলেন, ‘ভোরবেলা অন্যান্যবার যেরকম শীত ও কুয়াশা দেখা যেতো এবার তেমনটি নেই।’
রিরল উপজেলার কৃষক মতিউর রহমান আড়াই বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, ‘এবার খুব একটা শীত নেই। তাই আলুর গাছ ভালো হলেও রাতে শীত দিনে গরমের কারণে আলুর আকার ছোট হয়ে যাচ্ছে। আবার যদি হঠাৎ করে কুয়াশা ও শীত বেশি পড়ে তাহলে আলুক্ষেতে নাবি ধ্সা বা মোড়ক রোগ দেখা দিতে পারে।’
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান জানান, জেলায় এবার এক লাখ ৭২ হাজার ৮৮১ হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রবিশস্যের জন্য যে পরিমাণ শীত প্রয়োজন তা এখনো নামেনি। শীত বেশি হলে শীত পছন্দকারী রবিশস্যের উৎপাদন বেশি হয়। তবে দিনাজপুরে বিগত বছরগুলোর তুলনায় এখনো শীত কম। শীত কম হলে রবিশস্যের দানা বা আকার ছোট হয়ে যায়, বীজের জন্য চাষ করা সবজির পুষ্প মঞ্জুরি ভালো হয় না, পেঁয়াজের ফুল আগেই চলে আসে। সবমিলিয়ে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে।
এদিকে, শহরের গরম কাপড়ের বাজার হিসেবে খ্যাত দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে কাপড়ের বাজারে গিয়ে দেখা যায়, খুব একটা বেচাকেনা নেই। দোকানদাররা অলস সময় পার করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে গোডাউন ঘর নির্মাণ

বোচাগঞ্জে প্রায় ১শ কোটি টাকা ব্যায়ে ১৪টি উন্নয়ন মুলক প্রকল্পের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বীরগঞ্জে চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শিক্ষা কর্মকর্তার পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে কালের পরিবর্তে গরুর হাল বিলুপ্তির পথে –কৌশলের পদ্ধতিতে ঘোড়া দিয়ে জমিতে হালচাষ

বোচাগঞ্জে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

ভ্যাকসিন আবিষ্কারক মুসলিম দম্পতি

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

শেখ হাসিনা করোনাকালীন মুহূর্তেও নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে ভুলেন নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি