বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৬, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। শোভাযাত্রাতে অন্যান্যদের মধ্যে অংশ নেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা হিসাব রক্ষন অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা ,মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজি ফজলে বারী সুজা,আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীর চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙ্গালীর লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতোপ্রতোভাবে জড়িত। তিনি আরো বলেন, বাঙ্গালী আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এবছর আটোয়ারীবাসী স্বত:স্ফুর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান সহকারী কমিশনার(ভূমি)। এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়। অপরদিকে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বাংলা বর্ষবরণ উদযাপন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন

মহিলালীগ ও যুব মহিলালীগের নির্বাচনী প্রচারণায় বর্ধিত সভা

পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন

পঞ্চগড়ে অভিনব কায়দায় ভূট্টা ব্যবসায়ীর ট্রাক ছিনতাই উল্টো ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনিয়মের স্বর্গরাজ‍্য হরিপুরের কে.বি ডিগ্রী কলেজ

দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে বর্ণাঢ্য র‌্যালী

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

শহীদ আসাদুল্লাহ স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও “প্রাথমিক শিক্ষা” বই বিতরণ

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পথ-শিশুদের মাঝে খাবার বিতরণ