বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টের পাশ দিয়ে পথচারীদের ঝুকিপূর্ণ চলাচল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৭, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে পথচারীদের চলাচলের কালভার্ট ভেঙ্গে যাওযায় যানবাহনসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা। দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের খামারদিঘা ও ভবানীপুর যাওয়ার পাকা সড়কের উপর নির্মানকৃত কালভার্টির একটি অংশ ইতোমধ্যে ভেঙ্গে যাওয়ায় এলাকার স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীসহ পথচারি ও সাধারণ জনগণ প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে ওই কালভার্টির উপর দিয়ে চলাচল করতে দেখা গেছে।এই পাকা সড়ক দিয়ে অত্র এলাকার কয়েকটি গ্রামের মানুষসহ হাজারো জনসাধারণ ও পথচারীরা নিয়মিত চলাচল করছে। অত্র রসুলপুর ইউনিয়নের খামারদিঘা গ্রামের ইউনুস আলী, মোঃ মজিবর রহমান এবং ভবানীপুর গ্রামের মোঃ আব্দুল হালিমসহ অনেকেই জানান, উক্ত কালভার্টি বেশ কয়েক আগে কালভার্টির একটি সাইড ভেঙ্গে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এর কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ লক্ষ্যে করা যায়নি । এই পাকা সড়ক দিয়ে প্রতিনিয়ত অটো চার্জার, ভ্যান, ভটভটি, সিএনজি, ইজিবাইক ও মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। যানবাহন ছাড়াও অত্র এলাকার কৃষকের উৎপাদনকৃত বিভিন্ন ধরনের ফসলাদি আনা নেওয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও চরম দূর্ভোগ পোহাতে হয় বলে অনেকে জানান। ভাঙ্গা কালভার্ট বিষয়ে অত্র উপজেলার প্রকৌশলী মোঃ ফিরোজ আহ্মেদ এর সঙ্গে কথা হলে তিনি জানান, আমি সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি এবং জনসাধারণের চলাচলের ক্ষেত্রে কোন ধরণের অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আমি নিজেই দু এক দিনের মধ্যে ভেঙ্গে যাওয়া খামারদিঘা এলাকার কালভার্টটি পরিদর্শনে যাব। তিনি আরো জানান, অতি দ্রæত খামারদিঘা ও ভবানীপুর এলাকার ভেঙ্গে যাওয়া কালভার্টি নতুন ভাবে নির্মাণ বা সংস্কার কাজ করা হবে বলে তিনি আশস্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে ১৫ দিন ভুটানের পাথর আমদানি বন্ধ, আসছে ভারতের

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামীগ সরকারই উন্নয়ন করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের পুনরায় নির্বাচিত সভাপতি মাসুদ আলম ও সম্পাদক বাবু

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে এডিসি (সার্বিক) শব্দ দূষণের উৎসগুলো বন্ধ করার পাশাপাশি সকলকে সচেতন হতে হবে

হরিপুরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, ১২টি গরুর মৃত্যু