পীরগঞ্জ(ঠাকুরগাাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল আমিন নামে গ্রামীন ব্যাংকের এক নৈশ্য প্রহরীরর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে গ্রামীন ব্যাংকের জাবরহাট শাখা অফিসের ভিতরে ঐ নৈশ্য প্রহরীর শয়ন ঘড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আল আমিন উপজেলার জাবরহাট মোড়ল পাড়ার আবু বক্করের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গ্রামীন ব্যাংকের জাবরহাটর শাখা অফিসের নৈশ্য প্রহরী আল আমীনের মরদেহ অফিসের বাউন্ডারীর ভিতরে তার শয়ন ঘড়ে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ঐ নৈশ্য প্রহরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।