পীরগঞ্জ ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষক সমাবেশ হয়েছে। শুক্রবার (১৮ই অক্টোবর) সকালে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোঃ খায়রুল আনাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, শিক্ষক ফেড়ারেশন জেলা সেক্রেটারী ফিরোজ বিশ^াস। উপজেলা জামায়াতের আশীর বাবলুর রশিদ সহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অন্যান্য নেতাা-কর্মী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।