সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলায় নবরূপীর শিল্পীরা দর্শক শ্রোতাদের মাতিয়েছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২১, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ বড় ময়দানে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলায় প্রতিদিনের মতো ৫ম পরিবেশনায় দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর শিল্পীরা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে দিয়েছে।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদের তত্ত¡াবধানে সূচনা বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার মোঃ আরাফাত উদ্দীন বলেন, বাঙালীর লোক সাংস্কৃতিককে আমাদের প্রজন্ম শিল্পীদের কাছে তুলে ধরতে পারলে তারা বাঙালী সংস্কৃতিকে লালন ও ধারণ করতে শিখবে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ বলেন, নবরূপী দীর্ঘদিন ধরে বাঙালী সংস্কৃতিকে পরিচর্চা করে আসছে। মা-মাটি-মানুষের সাথে আমাদের সাংস্কৃতিক শিল্পীরা বিভিন্ন দিবসে সম্পৃক্ত করে শিকড়ের সন্ধানে বাঙালী সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী। নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ আহম্মেদের পরিচালনায় শিল্পীরা সমাবেত ও একক সংগীত পরিবেশন করে। কবিতা আবৃতি করেন নবরূপীর সাহিত্য সম্পাদক ডা. খাদিজা নাহিদ ইভা ও তসলিমা লুনা। একক সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী রাফা, আখতারুজ্জামান আক্তার, রনজিৎ কুমার রায় ও শিউলি দে। নবরূপীর সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট নিত্য প্রশিক্ষক রওনক আরা হক নিপার পরিচালনায় এবং অগ্নিলা নিত্য বিতানের আয়োজনে নিত্য শিল্পীরা মনোজ্ঞ নিত্য পরিবেশন করে। অনুষ্ঠানে কি-বোর্ডে ছিলেন আব্দুর রাজ্জাক, লিড গিটারে ছিলেন রাকিব হাসান রানা, বেস গিটারে ছিলেন অশোক কুমার, অক্টোপ্যাডে শুভ লাহা ও তবলায় আমির আলী খান। সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন-উর-রশিদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাওতাঁল জনগোষ্ঠীর মাঝে ভেঁড়া বিতরণ

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন করলেন সাংবাদিকরা

রানীশংকৈলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের কঠোর হুশিয়ারী

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

চিরিরবন্দরে পিতার ট্রাক্টরের নিচে চাপা পড়ে কন্যার মৃত্যু

দিনাজপুরে ৩দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন রাত পোহালেই ইভিএম – এ ভোট !