দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ বড় ময়দানে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলায় প্রতিদিনের মতো ৫ম পরিবেশনায় দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর শিল্পীরা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে দিয়েছে।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদের তত্ত¡াবধানে সূচনা বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার মোঃ আরাফাত উদ্দীন বলেন, বাঙালীর লোক সাংস্কৃতিককে আমাদের প্রজন্ম শিল্পীদের কাছে তুলে ধরতে পারলে তারা বাঙালী সংস্কৃতিকে লালন ও ধারণ করতে শিখবে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ বলেন, নবরূপী দীর্ঘদিন ধরে বাঙালী সংস্কৃতিকে পরিচর্চা করে আসছে। মা-মাটি-মানুষের সাথে আমাদের সাংস্কৃতিক শিল্পীরা বিভিন্ন দিবসে সম্পৃক্ত করে শিকড়ের সন্ধানে বাঙালী সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী। নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ আহম্মেদের পরিচালনায় শিল্পীরা সমাবেত ও একক সংগীত পরিবেশন করে। কবিতা আবৃতি করেন নবরূপীর সাহিত্য সম্পাদক ডা. খাদিজা নাহিদ ইভা ও তসলিমা লুনা। একক সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী রাফা, আখতারুজ্জামান আক্তার, রনজিৎ কুমার রায় ও শিউলি দে। নবরূপীর সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট নিত্য প্রশিক্ষক রওনক আরা হক নিপার পরিচালনায় এবং অগ্নিলা নিত্য বিতানের আয়োজনে নিত্য শিল্পীরা মনোজ্ঞ নিত্য পরিবেশন করে। অনুষ্ঠানে কি-বোর্ডে ছিলেন আব্দুর রাজ্জাক, লিড গিটারে ছিলেন রাকিব হাসান রানা, বেস গিটারে ছিলেন অশোক কুমার, অক্টোপ্যাডে শুভ লাহা ও তবলায় আমির আলী খান। সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন-উর-রশিদ।