মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় মো: মঈনুল হক নামে এক আনসার সদস্যকে মারপিটের অভযোগে মামলা দায়ের করা হয়। ৫ অক্টোবর বুধবার ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত সোমবার পৌর শহরের মন্দিরপাড়াস্থ ১ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে মঈনুল হক মন্দিরপাড়া তরকারী বাজার হতে জরুরী বাজার শেষে ব্যাটালিয়নে ফিরছিলেন। এ সময় মন্দিরপাড়া বাইতুল নাজাত জামে মসজিদের সামনে পৌছালে পৌর শহরের জলেশ্বরীতলা (হঠাৎপাড়া) মহল্লার আজিজের ছেলে সোহেল (২৫) মাদকাসক্ত অবস্থায় তাকে আটক করে আতিক নামে কাউকে চিনে কিনা তা জানতে চায়। মঈনুল জবাবে আতিক নামে কাউকে চিনে না বলে জানালে কেন চিনিস না বলেই সোহেল মঈনুলের শাটের কলার চেপে ধরে মারপিট শুরু করে আরও কয়েকজনকে ডাক দেয়। পরে শহরের মন্দিরপাড়া মহল্লার মো: ওসিম উদ্দিনের ছেলে মো: আলাল (২৭) ও মো: জাহাঙ্গীরের ছেলে আল আমিন (২৬) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন মানুষ মঈনুলকে বেধরক মারপিট করে গুরুতর জখম করে। এ সময় ৪ হাজার ৬শ টাকা ছিনিয়ে নেয় তারা। বিষয়টি জানার পর আনসার ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর জখম ও অচেতন অবস্থায় মঈনুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।