বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের গাবুড়া’য় জমজমাট গ্রীস্মকালীন টমেটো’র বাজার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৩, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

উত্তারাঞ্চলের সবচেয়ে বড় গ্রীস্মকালীন টমেটো’র বাজার দিনাজপুর সদর উপজেলার গাবুড়ায়। তবে গতবারের চেয়ে এবার টমেটোর বাজার দর গতবারের তুলনায় কম হওয়ায় কৃষকের কপালে দূশ্চিন্তার ভাঁজ। সার,কীটনাশকসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগের মত সুবিধা করতে পারছেন না বলে জানান তারা। এদিকে কৃষকদের কাছ থেকে দেশে বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা টমেটো কিনে নিয়ে যাচ্ছেন এই বাজার থেকে। প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার টমেটো কেনাবেচা হয় এই বাজারে।
দেশের সবচেয়ে বড় পাইকারী টমেটোর বাজার দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুড়া বাজার। কৃষকরা তাদেও উৎপাদিত টমেটো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া টমেটো হাট চলে বেলা ১২টা পর্যন্ত। কৃষকরা ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে খাঁচায় সাজিয়ে বাইসাইকেল-ভ্যানে বিক্রির জন্য নিয়ে আসে এই হাটে। আর পাইকাররা কৃষকদের কাছ থেকে এসব টমেটো কিনে বাক্স করে ট্রাক বোঝাই টমেটো নিয়ে ঢাকা, চট্রগ্রাম, ফরিদপুর, কুমিল্লা, নারায়নগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুরসহ নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রকার ভেদে প্রতি মন টমেটো কৃষকদের কাছ থেকে কিনছেন সাড়ে ৩শ ৫০টাকা থেকে সাড়ে ৫শ টাকা দরে। প্রতিদিন এই টমেটো বাজার থেকে রাজধানীসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় ৫০ থেকে ৭০টি ট্রাক। তবে কৃষি উকরনের দাম বৃদ্বি পাওয়ায় টমেটোর দাম নিয়ে খুশী না কৃষকরা।
পরিবহন খরচ বেশী পড়ায় লাভ কম তবে প্রতিদিন এই বাজারে ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয় জানালেন পাইকারা।
রাজবাড়ী থেকে টমেটো কিনতে আসা শফিকুল ইসলাম বলেন, এক যুগের বেশি সময় ধরে এই বাজার থেকে টমেটো কিনে বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। মৌসুমে টানা দুই মাস এই অঞ্চলে থাকি। চাষিদের সঙ্গে সুসম্পর্ক হয়েছে। দিনাজপুরের টমেটো চাষিদের সঙ্গে পাইকারদের সম্পর্ক বেশ গভীর। প্রতিদিন গাবুর বাজার থেকে প্রায় শতাধিক ট্রাকে টমেটো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যায়। একটি ট্রাকে প্রায় ২ দুই লাখ ৫০ হাজার টমেটো যায়। এতে প্রতিদিন ২ কোটি টাকার বেশি টমেটো বিক্রি হয় গাবুড়া হাটে।
টমেটো ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, দিনাজপুর গাবুড়া বাজারে টমেটো দেশের সব মার্কেট চলে যায়। এখন একটু বাজারটা কম কারণ টমেটোর প্রচুর আমদানি হচ্ছে। দুই তিন সপ্তাহ পর টমেটোর আমদানি কমতে শুরু করলে বাজারও বাড়তে শুরু করবে। তখন ইন্ডিয়ান টমেটো আমদানি করে এতে কৃষক ও আমরা ব্যবসায়িরাও লস করি। ইন্ডিয়ান টমেটো দেশে না আনলে দেশের কৃষক ভালো লাভবান হবে। আমরা ব্যবসায়ীরাও লাভবান হব।
গাবুরা টমেটো বাজারের ইজারাদার আরিফুল ইসলাম বলেন, এই বাজারে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার টমেটো বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে বাজারের আশপাশের বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করছেন। হাট ইজারা বাবদ প্রতি মণ টমেটোর জন্য ১৫ টাকা নেওয়া হয়। এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না। এ কারণে হাটের পরিসর দিন দিন বাড়ছে।
জেলা কৃষিস¤প্রসারন অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুজ্জামান জানান,ফলন ভাল হওয়ায় এবার কৃষকরা ভালই দাম পাচ্ছেন,মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন জানালেন কৃষি কর্মকতা।দিনাজপুর জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার ১ হাজার ৭৪৬ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে এর মধ্যে নাবি জাতের ৯২৫ হেক্টর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট যুদ্ধ

বীরগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাল্লা নোয়াগাঁও হিন্দু ধর্মালবম্বীদের বাড়ি- ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বোদায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দিনাজপুরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

স্বেচ্ছাসেবক দল,মরিচা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশে তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে- মনজুরুল ইসলাম মনজু

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ দিনাজপুরের বার্ষিক সাধারণ সভা

অসহায়দের পাশে ঠাকুরগাঁওয়ের ৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা