বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল ইসলাম গত বুধবার বরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় পৌর কবরস্থানে তার নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। তার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা পঞ্চগড় কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহা আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সহ পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামরী জেলার কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ক্ষেতমুজুর সমিতি ও উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।