পল্লীশ্রী’র “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত
আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা
দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার সকালে পল্লীশ্রী’র অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল দিনাজপুর জেলা ও দায়রা জজ মোঃ হুমাঢুন কবির সরকার। পুলিশ নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ কোর্ট দিনাজপুর এর পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট নাজমা পারভীন জেবা, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, গাইনী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ ও সার্জন রুকশানা মমতাজ লিজা, দিনাজপুর কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম, দিনাজপুর নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল শারমিন সাত্তার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল, সাংবাদিক মোঃ মোর্শেদ, স্বারদেশরী বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন পল্লীশ্রী’র জেন্ডার এন্ড জাস্টিস ম্যানেজার শামসুন নাহার ও এইচ আর ইনচার্জ শামীমা পপি।