বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি \সংযোগ সড়কবিহীন অবস্থায় খানসামার কালামাটিয়া খালের ওপর নির্মিত সেতুটি ৮বছর ধরে পড়ে রয়েছে। সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকায় ১০ গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোর ওপর দিয়ে চলাচল করছেন। সেতুটি দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের মরিয়ম বাজারের পাশে কালামাটিয়া খালের ওপর সড়কবিহীন অবস্থায় পড়ে রয়েছে।
তবে উপজেলা প্রশাসন সংযোগ সড়কের বিষয়ে মাসখানেক আগেই ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা যায়।
জানা যায়, ১০কি.মি দৈর্ঘের কালামাটিয়া খালটি খানসামার জালিয়াপাড়া-আলোকঝাড়ি হতে উৎপত্তি হয়ে বিষ্ণুপুর গুচ্ছগ্রাম-আলোকঝাড়ি আত্রাই নদীতে পতিত হয়েছে। ২০১৪ সালের ১০ মে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় অন্তত ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে এই খালের উপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের ৩ বছরের মধ্যেই ২০১৭ সালের বন্যায় সেতুটির এক পাশের সংযোগ সড়ক ভেঙ্গে যায়। এরপর দীর্ঘ ৮ বছরেও সড়কটির সংস্কার বা পুনরায় মেরামত করা হয়নি। বর্তমানে সেতুর এক পাশে ব্যবহারযোগ্য থাকলেও অপর পাশে অন্তত ৫০-৬০ ফুট দৈর্ঘ্যের সংযোগ সড়ক নেই। ফলে সাধারণ মানুষ কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা অস্থায়ী সাঁকোর ওপর দিয়েই পারাপার হচ্ছেন। যা বর্ষা মৌসুমে আরও বিপজ্জনক হয়ে ওঠে এবং দূর্ভোগে পড়ে মানুষ।
নুর ইসলাম, মহিরউদ্দিনসহ স্থানীয় কয়েকজন বলেন, সেতু আছে কিন্তু চলাচলের জন্য রাস্তা নেই। এটা কতটা দূর্ভোগের বিষয়। প্রতিদিন এ সেতুর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এটি ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ। সংযোগ সড়ক না থাকায় সেতুটি অব্যবহৃত পড়ে রয়েছে।
রিকশাভ্যান চালক তৌহিদুল ইসলাম বলেন, এ সেতুর সংযোগ সড়ক না থাকার কারণে রিকশাভ্যান নিয়ে যাওয়া-আসা করা খুব কষ্টকর। রিকশাভ্যানে রোগী বা মালপত্র থাকলে মাঝপথে থেমে যেতে হয়। এরপর নেমে পায়ে হেঁটে পার হতে হয়। বর্ষা মৌসুম আসলে সাঁকো দিয়েও চলাচল করা যায় না।
এ ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, মাসখানেক আগেই এটির ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কালামাটিয়া খালের উপর সেতুর সঙ্গে সংযোগ সড়কের জন্য টেন্ডারের কাজ চলমান রয়েছে। টেন্ডার হলেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

রাণীশংকৈলে জামাইকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী সেই শ্বাশুড়ি গ্রেফতার

বোচাগঞ্জের দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা  ও আইনের সঠিক প্রয়োগ চাই

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ চাই

ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস —-হুইপ ইকবালুর রহিম

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস —-হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈল শেখরাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সা: সম্পাদকসহ আহত ৫