ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টায় পৌরশহরের নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৬জন। মোট ভোটার ৫ হাজার ৭৫৮ জন, এর মধ্যে পুরুষ ২৮শ ৫৩, মহিলা ২৯শ ৫জন।
ভোট কেন্দ্রে সকাল থেকে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
৪র্থ দফার ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী মারা গেলে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত হয়।
নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি আনসার ও ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান টিম মোতায়েন রয়েছে।
এই ওয়ার্ডের নির্বাচনে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: জবেদ আলী বলেন, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট নেওয়া হচ্ছে।