বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫-২৬ অর্থ বছরের জন্য বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২২, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২কোটি ৫০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা উপলক্ষে ২২মে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে বাজেট সভা করা হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম মোঃ জসীম উদ্দীনসহ সকল সরকারী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে বোচাগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, অন্যান্য বছরের ন্যায় এবছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন হলে এই উপজেলার মানুষ উপকৃত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত