দিনাজপুর প্রতিনিধি \ মাছের শুটকি ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে দিনাজপুরের খানসামায় ইউনুস আলী (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ইউনুস আলী নীলফামারী সদর উপজেলার মাদারপীর এলাকার ইয়াকুব আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে এবং তার নিকট থেকে দেড়’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউনুস আলী গত ৬/৭ মাস যাবত খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের বটতলীবাজারে মাছের শুটকির ব্যবসা করে আসছেন। তবে শুটকি ব্যবসার আড়ালে গাঁজার ব্যবসাও করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দেড়’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাওহীদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।