চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বিয়ের দাবিতে টানা ৫দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন কলেজ ছাত্রী প্রেমিকা। অবশেষে ৩ লাখ ২৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়েছে প্রেমিক-প্রেমিকার। স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন প্রেমিকা। এঘটনায় এলাকায় ব্যাপক হাস্যরস ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বাজে দিঘারন গ্রামের নাইট মোক্তব পাড়ার সুজাবদ্দিনের ছেলে প্রেমিক রেজাউল ইসলাম সবুজের বাড়িতে বিয়ের দাবিতে টানা ৫ দিন ধরে অনশন করেন পার্বতীপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মোছা. রেহেনা আক্তার কল্পনা। মন্মথপুর আইডিয়াল কলেজের ২০২৩-২৪ সেশনের এইচএসসি পরীক্ষার্থী রেহেনা আক্তার কল্পনা। গত ১৬ জুন সোমবার বেলা ১১টার দিকে কল্পনা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
কল্পনা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি সেই বাড়ি ছেড়ে যাবেন না। অপরদিকে, প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা চালালে ৫দিন পর প্রেমিক সবুজ বিয়েতে রাজী হলে গত ২০ জুন শুক্রবার দিবাগত রাত ১টায় উভয় পরিবারের মতামতের ভিত্তিতে ৩ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহরানায় উভয়ের বিয়ে দেয়া হয় এবং প্রেমিকাকে স্ত্রীর স্বীকৃতি দেয়া হয়।
আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেয়া হয়েছে।