পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে উপজেলা পর্যায়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ জুন সকালে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কার্নিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী আফিসার রকিবুল হাসান। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম (এলপিআর), ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অভিসার মমতাজ ফৌরদৌস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর শামসুল হক, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু সহ জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউটস এর কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যিালয়ের প্রধান শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।