বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় বাড়ির কাছে ধান ক্ষেত হতে সাবেক মেম্বার আব্দুল বারেক (৫৫) এর লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোনাপাড়া গ্রামের সাবেক ইউ’পি সদস্য আব্দুল বারেক গত বুধবার রাতে স্থানীয় কাদেরপুর বাজারে গেলে রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর আর তাকে পায়নি। গতকাল বৃহস্পতিবার সকালের বাড়ির সাথে ধান ক্ষেতে তার মৃত লাশটি পরে থাকতে দেখে তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাবেক মেম্বারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, এক সাবেক মেম্বারে মৃত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন পঞ্চগড় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নতদন্তের রির্পোট আসলে জানা যাবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় এ বিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি।