বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর বিরল পৌর শহরের সেন্ট্রাল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল শাখার আয়োজনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল শাখার আমীর হাফেজ আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী আজমীর হোসাইন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম এর যৌথ সঞ্চালোনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও দিনাজপুর-রংপুর অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অধ্যক্ষ আনিসুর রহমান।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার বিভাগীয় সেক্রেটারি (তালিমুল কোরআন) ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম’সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার বিভাগীয় সেক্রেটারি (সংস্কৃতি) মোঃ তৈয়ব আলী। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।