মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী মাটি ও বালি দিয়ে ভরাট করা হচ্ছে নির্মানাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৯, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বীরগঞ্জের শেষ সীমানা কাহারোলের শুরু কাঠালবাড়ি নামক স্থানে পূনর্ভবা নদী খননকৃত লাখ লাখ সিএফটি মাটি ও বালু বিগত ৩৫/৪০ দিন যাবত অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট।

সরজমিন ঘুরে জানা যায়, বলেয়া বাজার ব্রীজ সংলগ্ন সুমাইয়া ট্রেডার্সের সত্ত্বাধীকারী ওমর ফারুকের প্রতিনিধি নয়ন রায়ের মাধ্যমে স্কেভেটর (ভ্যাকু) দিয়ে ট্রাক্টরে বেঝাই করে প্রতিটি গাড়ি ৩০০ থেকে ৪০০ টাকা হারে রিশদ মুলে আদায় করা হচ্ছে।

প্রতিদিন ১৫০ থেকে ২০০ ট্রলি সরকারী মাটি ও বালি অবৈধভাবে বিক্রি ও আত্মসাতের কথা স্বীকার করেছে কর্মরত নয়ন সহ ট্রাক্টর চালক-হেলপার।

পাচারকৃত সরকারী সম্পদের সিংহ ভাগ দলুয়া দেওয়ানবাড়ি নির্মাণাধীন কোল্ড স্টোর ভরাট করা হচ্ছে বলে জানা গেছে।

নির্মাণাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজের স্বত্ত্বাধিকারী জামাল হোসেন, কামাল হোসেন কিংবা অন্য পার্টনারকে পাওয়া যায় নাই তবে কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত আহসানুল হাবিব জানান, তারা প্রতি ট্রলি মাটি ও বালি ৭০০ টাকা হিসেবে স্থানীয় লাবু ও আরিফের নিকট ক্রয় করেছে। এগুলি বৈধ না অবৈধ তাদের জানা নেই।

মুঠোফোনে কথা হলে একই কথা বলেন কামাল হোসেন, আমরা টাকা দিয়ে মাটি ও বালি কিনে ভরাট করছি।

প্রকাশ্য দিবালোকে এভাবে সরকারী লাখ লাখ টাকা মুল্যের মাটি ও বালি কেটে আত্মসাতের মুলহোতা ওমর ফারুক কে জিজ্ঞেস করলে জানান আমি একা নই, কাহারোল বিএনপি’র বড় বড় নেতা এ কাজের সাথে জড়িত।

আমার নামে আওয়ামী লীগ সরকার আমলে নিলামে ২৮ নম্বর লট ইজারা নিয়েছিলো, যথা সময় মাটি ও বালু অপসারণ করতে পারে নাই, পরবর্তীতে আমরা সবাই মিলেমিশে ভাগ যোগ করে চালাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার কাহারোল বরাবর আবেদন করা আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, কাহারোল মিজ মোখলেদা বেগম মিম-এর সাথে কথা হলে তিনি বলেন, আমি নবাগত বিষয়টি খতিয়ে দেখছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা,ধানকাটা মেশিন জব্ধ

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

ইজিবাইক চালুর দাবিতে- ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-স্মারকলিপি

পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

টিকার নিবন্ধন করেও যারা মেসেজ পাচ্ছেন না, তাদের কী হবে?

পীরগঞ্জে প্রাক্-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করল বিজিবি

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল